ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“মূল্য”

যার কাছে দু ফোটা চোখের পানির
কোনো মূল্য নেই,
সে কি করে বুঝবে অসীম
ভালোবাসার মূল্য....?
কেনো তুমি বার বার সেই
মানুষটির জন্যে কাঁদো,
যে কিনা তোমার চোখের পানিকে
শুধু পানি হিসেবেই দেখে,
খুঁজে না সেই কান্নার পেছনের
কারন....।
সেই মানুষটির জন্যেই কাঁদো,
যে কিনা তোমার চোখের কোনে
পানি জমার আগেই খুঁজে
বের করে নেয় সেই কান্নার পেছনে
কারন....।
সেই মানুষটি শুধু তোমার চোখের
পানি ঝরার কারন খুঁজে বের করবে
না,
বের করবে তোমার মনে লুকিয়ে
রাখা অসীম ভালোবাসা...।
তোমার ভালোবাসা তখনই
স্বার্থক, যখন সেই মানুষটি
বুঝবে তুমি তাকে কতোটাই না
ভালোবাসো..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "