পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"সাতই মার্চের ভাষণ"

ছবি
"সাতই মার্চের ভাষণ"     ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে ( বর্তমান http://nirrjon.blogspot.com সোহরাওয়ারর্দী উদ্যান ) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। ১৮ মিনিট স্থায়ী । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এই ভাষণের একটি লিখিত ভাষ্য অচিরেই বিতরণ করা হয়েছিল। এটি তাজউদ্দীন আহমদ কর্তৃক কিছু পরিমার্জিত হয়েছিল। পরিমার্জনার মূল উদ্দেশ্য ছিল সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবীটির ওপর গুরুত্ব আরোপ করা।১২টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়৷ নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। পটভূমি ১৯৭০ খ্রিস্টাব্দে আওয়ামলীগ   পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব

“কখনও বলব না ”

ছবি
“কখনও বলব না” http://nirrjonblogspot.com কখনও বলব না আকাশের তাঁরা হয়ে ফিরে এসো আমার ঘরে। তবে খেয়াল রেখ তাঁরাদের ভীড়ে যেন তোমার অবচেতন মন আমাকে খুজে না ফেরে। কখনো বলব না আমার লালিত স্বপ্নগুলোকে নতুন ফ্রেমে বন্দি করে দাও। তবে মনে রেখ তোমার সাজানো স্বপ্নগুলো যেন দূঃস্বপ্নের বেড়াজাল থেকে মুক্ত রাখতে পাও। কখনো বলব না কোন এক গোধুলি বেলায় আমাকে নিয়ে তুমি প্রকৃতির নিয়মের খেলায় আচমকা হারিয়ে যাও। তবে সচেতন থেক হঠাৎ মন খারাপের বিকেলে সর্বনাশা একাকিত্বের মাঝে তুমি যেন গ্রাস হয়ে না যাও। কখনো বলব না আমাকে পথের সাথী করে নাও তবে সজাগ থেক আমাকে ভেবে পথের মাঝে যেন হোচট খেয়ে পড়ে না যাও। কখনো বলব না চৈত্রের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে আমাকে ভিজিয়ে দাও তবে খেয়াল রেখ চোখের জল লুকাতে তুমি আর বৃষ্টি যেন এক হয়ে না যাও।

"আমি শুনেছি সেদিন তুমি”

ছবি
 "আমি শুনেছি সেদিন তুমি” http://nirrjon.blogspot.com আমি শুনেছি সেদিন তুমি ” আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ – এ চেপে নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ , আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ | আমি কখনও যাইনি জলে , কখনও ভাসিনি নীলে , কখনও রাখিনি চোখ , ডানামেলা গাঙচিলে | আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে আমাকেও সাথে নিও , নেবে তো আমায় ? বল , নেবে তো আমায় ! আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করেছিলে , আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ না – বলা অনেক কথা , কথা তুলেছিলে : কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ? যদি ভালবাসা না – ই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব , কোথায় গিয়ে ? বল , কোথায় গিয়ে ? আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো , এখনও গল্প লেখো , গান গাও প্রাণ ভরে , মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে , তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে | আস্থা

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”