পোস্টগুলি

সেপ্টেম্বর ২১, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ শুরু থেকে শেষ”

ছবি
তোমার আছে শান্ত নদী যেথা অথৈ স্বপ্নের ধারা, আমার আছে গগণ চুম্বী পাহার প্রেমে পাগলপারা ।তোমার আছে কান্নার জল দুই চোখ গড়িয়ে পড়ে, আমার আছে বুক যেথা তোমায় রাখব যত্ন করে । তোমার আছে অনন্ত ভালবাসার এক নীল আকাশ, আমার আছে সেথা পরশ বুলানর বাউলি বাতাস । তোমার আছে বসন্ত যেথা ফুল ফোটে গন্ধ ছড়ায়, আমার আছে মন ভ্রমর গুণ গুনিয়ে বুক ভরায় । যার যা আছে আর না আছে তা করে অদল বদল, মিলেমিশে একসাথে চলব দিনমান করে কোলাহল । একপাশে আমি অন্য পাশে তুমি শুরু থেকে শেষে, উভয়ের তরে উভয়ই নিবেদিত অনেক ভালবেসে ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "