পোস্টগুলি

জানুয়ারী ১০, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ ফিরে এসো ”

ছবি
**তুমি ফিরে এসো ঐ দূর আকাশের রোদ্র হয়ে চারিদিকে আলোকিত করে এই হ্নদয়ের সকল ধোয়াশা দূর করে।

“ উপলব্ধীতে ”

ছবি
“ উপলব্ধীতে ” নির্বাক বসে আছি সামনে তোমার শান্ত নিরবতা, চেষ্টা করছ কি তুমিও মাপতে হৃদয়ের গভীরতা। তোমার জন্য হতে পারি আমি,বাহুবলী বীর, হৃদয়ের ভালবাসা তোমার জন্য,বুঝাব কিভাবে কত গভীর। উপলব্ধীতে নামবে গভীরে,হাত রাখ হাতে, বিশ্বাস তৈরী কর,তবে চলব আজীবন এক সাথে। তৈরী করেছি তোমার জন্য ভালবাসার বিশালমস্ত ছাউনি, ভালবেসে আগলে রাখবে আমায়,সে প্রতিশ্রুতি কভু দাওনি। সাজাবে কি তোমার ভুবন,আমার স্বপ্ন দিয়ে, সম্মতি দাও,  তোমায় পেলে ধন্য হব,তুমিও ধন্য হবে, কথা দাও,চিরদিন তুমি আমার পাশে রবে। তুমি একমাত্র দিতে পার,এই জীবনের পরিপূর্ণ স্বাদ, নতুবা,ধ্বংস হবে এই জীবন,হব আমি বরবাদ।

“ ক্ষনিকের জন্য ”

ছবি
“ ক্ষনিকের জন্য ” তোমায় নিয়ে জীবন তীরে বেধে ছিলেম ঘর, তাইতো তুমি খুব সহজে করে দিলে পর। হারিয়ে গেলে তুমি, কোন সুখের জোয়ারে, আমি অপেক্ষায় আছি আজও জীবন দোয়ারে। ভুলে গিয়েছিলাম তোমায় পেয়ে কে আমি নিজে, তাই আজ দঃখের বৃষ্টিতে সারা দেহ ভিজে। চাইছো তুমি হতে সুখী আমকে ছেড়ে, তবে কেন নিলে আমার ভালোবাস কেড়ে। জানি তুমি করবে না,এক দিন আমায় স্মরণ, সেদিন হয়ত হারিয়ে যাবো ,আসবে আমার মরণ। স্বার্থবাদী তুমি,সর্ব ক্ষেত্র গণ্য, তুমি আমার ভালোবাসা ক্ষনিকের জন্য।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”