পোস্টগুলি

আগস্ট ২৫, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অাজ”

ছবি
অাজ , কেন জানি কিছু ভালো লাগছেনা.... কি যে করি.....? তবে কিছু একটা তো করছি..... অাসলে , এগুলো তো কোন কাজ নয়………… তাহলে.......?

“অাঁধারের মাঝ জাগ্রত স্বপ্ন”

ছবি
“অাঁধারের মাঝ জাগ্রত স্বপ্ন ” ভেবেছিলাম মানুষ হব, বসুধার সমস্ত স্তবক ফুল দিয়ে সাজাবো , মিলিয়ে যাওয়া আভা গুলো আবার সমুজ্জল করব, পৃথিবীর সকল প্রত্যর্থী প্রাণগুলোকে জাগিয়ে তুলবো। হিংস্র – জন্তু জানুয়ারের মর্ন্দোষ্ণ আত্মাকে মন্ত্রবৎ করে মহীয়ান করব। নব উদিত সূর্যকে দিয়ে আলোর পথযাত্রীদের পথ দেখাবো।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "