পোস্টগুলি

ডিসেম্বর ১৬, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“কখনও বলব না ”

ছবি
“কখনও বলব না” http://nirrjonblogspot.com কখনও বলব না আকাশের তাঁরা হয়ে ফিরে এসো আমার ঘরে। তবে খেয়াল রেখ তাঁরাদের ভীড়ে যেন তোমার অবচেতন মন আমাকে খুজে না ফেরে। কখনো বলব না আমার লালিত স্বপ্নগুলোকে নতুন ফ্রেমে বন্দি করে দাও। তবে মনে রেখ তোমার সাজানো স্বপ্নগুলো যেন দূঃস্বপ্নের বেড়াজাল থেকে মুক্ত রাখতে পাও। কখনো বলব না কোন এক গোধুলি বেলায় আমাকে নিয়ে তুমি প্রকৃতির নিয়মের খেলায় আচমকা হারিয়ে যাও। তবে সচেতন থেক হঠাৎ মন খারাপের বিকেলে সর্বনাশা একাকিত্বের মাঝে তুমি যেন গ্রাস হয়ে না যাও। কখনো বলব না আমাকে পথের সাথী করে নাও তবে সজাগ থেক আমাকে ভেবে পথের মাঝে যেন হোচট খেয়ে পড়ে না যাও। কখনো বলব না চৈত্রের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে আমাকে ভিজিয়ে দাও তবে খেয়াল রেখ চোখের জল লুকাতে তুমি আর বৃষ্টি যেন এক হয়ে না যাও।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "