পোস্টগুলি

এপ্রিল ১৪, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“স্বপ্ন”

ছবি
“ স্বপ্ন ” চোখ দুটো বুজে স্বপ্নলোকে,  আমার ভালবাসা তোমাকেই খোঁজে,  হৃদয়ের মাঝে সাজে।  শেষ বিকেলের আলোয় তোমার টোল পড়া মুখ, দখিনা বাতাসে দোলা তোমার এলো চুল ।  মেঘের ভেলায় ভেসে রংধুনুর রং ছুঁয়ে,  হাত দুটো বাড়িয়ে আমায় ছুঁয়ে দিবে ।  http://google.com

“কিছু কথা যা ছিল বলার”

ছবি
“কিছু কথা যা ছিল বলার” কিছু কথা যা ছিল বলার যদি কখনও মনে হয় আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে, আমাকে জানিয়ে দিও, আমি নিরবে তোমার জীবন থেকে সরে যাবো। দ্বিতীয়বারকোন প্রশ্ন করবোনা, কেন জানো ? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার সব কথা রাখব আমার যতই কষ্ট হোক না কেন। তোমার একটু সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারবো। তাতে যদি তুমি একটু সুখ পাও তোমার মুখের এক চিলতে হাসির জন্য আমি প্রয়োজনে তাও করবো। http://google.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"