পোস্টগুলি

জুলাই ১৫, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“তোর জন্য”

ছবি
“তোর জন্য” তোর সঙ্গেই হয়যে আমার জলতরঙ্গের আড়ি তোকে নিয়েই উদাস দুপুর নিত্য আমি গড়ি। তোর সঙ্গেই শীতের রাতের উষ্ণ আলাপন, নিত্য দিনের ভাঙ্গা-গড়া সুখের স্বপন।

“ বলনা ”

ছবি
বলনা মন তোরে বলি যত তুই চলেছিস তোরই মতো, সাধ্য কি আমার ছুটি তোর পিছনে... মন বলি তুই ফিরে চা, মন ছাড়া কি যায় রে বাঁচা, তুই ছাড়া কে আর আছে জীবনে... কি কারণ-অকারণ, এত করিস জ্বালাতন, ভালো লাগে না এ দোটানা, ও চাতন সারাক্ষণ,

“ তুমি নেয় - তাই তোমার জন্য ”

ছবি
তুমি নেই তাই তোমার জন্য তুমি নেই তাই তোমার জন্য দহন সারাবেলা তুমি নেই তাই তোমার জন্য নিজের প্রতি নিজের অবহেলা । তুমি নেই সেই তুমি এই আমি একা তুমি নেই নেই সুখ নেই ভালো থাকা । তুমি নেই তাই তোমার কাছে নেই তো যাবার তাড়া তুমি নেই তাই জীবন আমার আজ ছন্নছাড়া । তুমি নেই সেই তুমি এই আমি একা তুমি নেই নেই সুখ নেই ভালো থাকা তুমি নেই তাই তোমার জন্য দহন সারাবেলা। তুমি নেও তাই স্বপ্নের সাথে হয়না এখন দেখা তুমি নেই তাই রাত্রি জেগে হয়না চিঠি লেখা । তুমি নেই সেই তুমি এই আমি একা তুমি নেই নেই সুখ নেই ভালো থাকা

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"