পোস্টগুলি

জুন ৮, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"শিক্ষা ব্যবস্থা ধবংস"

                      "শিক্ষা ব্যবস্থা ধবংস "                                                                     -মোঃমমতাজুল ইসলাম  যে যাই বলুক সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস ।  বাংলাদেশে ৯৭% স্কুল,কলেজ,মাদ্রাসা বেসরকারী এম,পি,ও-ভূক্ত , এখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক /কর্মচারী কর্মরত আছেন।  অষ্টম পে-স্কেলে সবচেয়ে বেসরকারী এম,পি,ও -ভূক্ত শিক্ষক /কর্মচারী- বৈষম্যের শিকার । ১। বৈশাখী ভাতা নেই। ২। ৫% নেই । ৩। একটি মাত্র টাইম স্কেল -যাহা আট বছরে ছিল তাহা এখন দশ বছর ।   তাও বেসরকারী এম,পি,ও-ভূক্ত শিক্ষক /কর্মচারী পাবেন কি -না -তার কোন  নির্দিষ্ট পরিপত্র নাই।  ৪। উৎসব ভাতা ২৫% শিক্ষকদের আর ৫০% কর্মচারীদের । এটা কোন বাইবেল বা সংবিধানে পড়ে আমার জানা নেই। ৫। বাড়ী ভাড়া ,চিকিৎসার কথা নাই বা বললাম ।  ৬। বর্তমান সরকার বেছে -বেছে দু'ই/একটা স্কুল/কলেজ জাতীয় করন করছেন- নিজের ক্ষমতা বলে ,মনগড়া ফতুয়া দিয়ে যাহা মেনে নেওয়া কষ্টকর। যদিও সকল স্লেবাস ,বই একই তারপর বেছে-বেছে জাতীয় করন । মেনে নিতে কষ্ট লাগে । জাতীয় করন করতে হ'লে সব এম,পি,ও-ভূক্ত স্কুল ,কলেজ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "

“কাছে ডাকো”