পোস্টগুলি

জুলাই ৪, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"যাও ছেড়ে চলে ভাবনা আমার "

ছবি
যাও ছেড়ে চলে ভাবনা আমার http://nirrjon.blogspot.com যাও ছেড়ে চলে ভাবনা আমার চাইনা কাছে পেতে তোমাকে আর কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে http://nirrjon.blogspot.com না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ... কাটে কত রাত এভাবে না যে পারি সামলাতে নির্ঘুম রাতকে যায় দিন রাত্রি হয়ে যায় যে কত কী তা জানিনা নেই সময় তোমার,নেই সময় আমার এত ভাবনার যাব যে কোন পথে কে আজ আমায় বলে দেবে... যাও ছেড়ে চলে ভাবনা আমার চাইনা কাছে পেতে তোমাকে আর কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে হল যে রাত অনেক কেন আছি তবু জেগে ...

"পারিনি "

ছবি
পারিনি - অঞ্জন দত্ত http://nirrjon.blogspot.com পারিনি শেখাতে তোকে সত্যি ভাল কথা কোন গাইতে একটা সত্যি ভাল গান পারিনি বোঝাতে তোকে ঈশ্বর আল্লাহ একই ভালবাসার নাম শুধু পারি খুব সহজে তোকে বুঝিয়ে দিতে আমি এসব প্রেমের মানে পোখরান পারিনি ঢোকাতে তোর ছোট্ট মনে মাথায় বড় হয়ে ওঠার সম্বল পারিনি শেখাতে তোকে মাঝে মধ্যে দিতে একটা ছোট্ট গাছের গোড়ায় একটু জল শুধু পারি খুব সহজে তোকে বুঝিয়ে দিতে আমি অগার মানে জঞ্জাল পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি পারিনি সহজে তোকে বুঝিয়ে দিতে কাদের দেশ ছিল অ্যামেরিকা পারিনি সহজ করে জানিয়ে দিতে কেন ভাঙ্গা হল বার্লিনের দেয়ালটা শুধু পারি খুব সহজে তোর মনে গেঁথে দিতে বেশি টাকা মানে ভাল থাকা পারিনি বোঝাতে কেন ফিকে হয়ে যাচ্ছে মনের ভেতর গান্ধিজী পারিনি চেনাতে তোকে সে তোর বন্ধু নাকি সে তোর বাড়ির ঝি তাই পারছিনা বোঝাতে কেন গলায় দড়ি দিল চোদ্দ বছরের টুকটুকি পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি পারিনি আমি পারিনি পারিনি পারিনি পারিনি

" নচিকেতা"

ছবি
নচিকেতা তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন.. তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন.. তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা তবু বাদ সাধে আরেক আশা .. ফুটপাতে যাদের বাসা আগে তাদের জন্য একটা ঘর বানাই তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ... তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন.. তোর দু'চোখ দ্যাখে আমায় আমার দু'চোখ দ্যাখে আকাশ সে আকাশ কালো করে মানুষের দীর্ঘশ্বাস জানি তোর আমি অপরাধী তুই বাদী তুই বিবাদী তুই সিদ্ধি - শক্তি অপরিসীম কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে বঞ্চনার উজান বাঁয়ে কিন্তু যারা গঞ্জে-গাঁয়ে বঞ্চনার উজান বাঁয়ে আগে তাদের জন্য যৌথ খামার বানাই তারপরে তোর সিঁথিতে তারার সিঁদুর রাঙিয়ে দিতে করবো ঋণ... তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন.. রাত্রিদিন.. ফেলে আসা দিনের স্মৃতি আমার বুকে বাড়ায় ক্ষত দু'হাত তুলে আকাশ পানে শুধুই মহা তারা আর কত(!) হয়তো ফেরা যায় ঘরে পিঠ দেখানো রাস্তা ধরে কিন্তু মুখ দেখাবো কী করে তোকে আজো মানুষ এ ভূখন্ডে বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে আজো মানুষ এ ভূখন্ডে বাঁচছে বোবা দ্বিধা দ্বন্দ্বে

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "