পোস্টগুলি

জুন ১৭, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“তুমি আবারও হেরে গেলে"

ছবি
“ তুমি আবারও হেরে গেলে" **নিদ্রাহীন দু’চোখ -  যেন প্রাচীন গ্রীসের প্রানহীন শুষ্ক প্রস্তর প্রতিমা !  নিদ্রা-বড়ি শুধুই তন্দ্রা এনে দেয় ;  শত প্রার্থনায়ও স্বপ্নেরা প্রাণ বিলায় না....  প্রাণহীন দু’চোখে । তুমি আবারও হেরে গেলে - এথেন্স শুধু প্রস্তর প্রতিমাই ভাঙেনি , ভেঙেছে তোমাকেও ;  তুমি আবারও হেরে গেলে ,  স্বপ্নহীন দু’চোখের কাছে !

নিঃস্বার্থ

ছবি
নিঃস্বার্থ http://nirrjon.blogspot.com ***যাকে আপন ভাব ..... তাকে ভাল রাখতে নিঃস্বার্থ ভাবে কাজ কর....

তুমি আবারও হেরে গেল

তুমি আবারও হেরে গেল নিদ্রাহীন দু’চোখ - যেন প্রাচীন গ্রীসের প্রানহীন শুষ্ক প্রস্তর প্রতিমা ! নিদ্রা-বড়ি শুধুই তন্দ্রা এনে দেয় ; স্বপ্নেরা অনিকেত ! শত প্রার্থনায়ও স্বপ্নেরা প্রাণ বিলায় না প্রাণহীন দু’চোখে । মেরফিয়াস ! তুমি আবারও হেরে গেলে - এথেন্স শুধু প্রস্তর প্রতিমাই ভাঙেনি , ভেঙেছে তোমাকেও ; তুমি আবারও হেরে গেলে , মোরফিয়াস - স্বপ্নহীন দু’চোখের কাছে !

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”