পোস্টগুলি

মার্চ ১২, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অামি খৃঙ্খলহীন-বিশৃঙ্খল”

ছবি
অামি শৃঙ্খলহীন- বিশৃঙ্খল http://nirrjon.blogspot.com আমি শৃঙ্খলহীন বিশৃঙ্খল, সর্বদা অশান্ত। ম্লান বদনে বলিনি কভু, প্রভু, আজ আমি বড় ক্লান্ত।

“এটাই বুঝি ভালোবাসা”

ছবি
এটাই বুঝি ভালোবাসা http://google.com কান পেতে শুনি…! তার হৃদস্পন্দন। তার প্রতিটি হৃদস্পন্দন গুনতে পারি। এটাই বুঝি ভালোবাসা। তার প্রতিটি শাসপ্রস্বাস গুনি, এটাই বুঝি ভালোবাসা। তার প্রতিটি চলার কদম আমি না দেখেই গুনতে পারি এটাই বুঝি ভালোবাসা। …

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

“তোমার বাড়ির সামনে দিয়ে”