পোস্টগুলি

মে ১, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"আশ্রয়হীন ভালোবাসা"

ছবি
"আশ্রয়হীন ভালোবাসা"                                - সুকান্ত মাইতি ভালোবাসার আজ নেইকো ঠিকানা- হয়তো মুখোশের আড়ালে http://nirrjon.blogspot.com নয়তো বা মুখ আচেনা। ক্লান্তি জড়ানো বুকে ফুটন্ত লাভা,  হৃদয় যেন এক ঝলসানো মাংস পিন্ড- তাই ভালোবাসার নেইকো কোন আভা।

" আত্মভোলা"

ছবি
" আত্মভোলা" সে আমায় শত ঊপমায় - http://nirrjon.blogspot.com বারবার সাজায় শুধুই তার খেয়ালে,  আবুজ আমিও সং সাজি নিজেকে ভূলে।  ভূলে যায়-  আমি ঝড়ে ভাঙ্গা ডাল  বেঁচে আছি ঝুলে-ঝুলে , হয়তো পলকেই নিষ্প্রান দমকা হাওয়া এলে।  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "