পোস্টগুলি

জানুয়ারী ২, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ ভোটাধিকার হারালেন প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা ”

বেসরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকরা এখন থেকে আর স্কুল ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট দিতে পারবেন না। একইভাবে বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরাও পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটাধিকার হারিয়েছেন। ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত  “সাধারণ শিক্ষকের” নতুন সংজ্ঞায় প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা নেই। নতুন সংজ্ঞা অনুযাযী তারা এখন থেকে শিক্ষক হিসেবে ব্যবস্থাপনা কমিটি ও পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। http://nirrjon.blogspot.com উচ্চ আদালতের আদেশে ও সরকারের অনুমোদনক্রমে ঢাকা শিক্ষাবোর্ড “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা ২০০৯” সংশোধন করে পরিপত্র জারি করেছে। বিদায়ী বছরের ২২ ডিসেম্বর জারি করা পরিপত্রটি ১ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ হয়। এতে উল্লিখিত ‘সাধারণ শিক্ষকের’ নতুন সংজ্ঞায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা পড়েন না। গেজেটে  উল্লেখিত প্রবিধান ২ থ-এ সংযোজন ‘সাধারণ শিক্ষক বলতে প্রধ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "