পোস্টগুলি

নভেম্বর ১৯, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"আমি শুনেছি সেদিন তুমি”

ছবি
 "আমি শুনেছি সেদিন তুমি” http://nirrjon.blogspot.com আমি শুনেছি সেদিন তুমি ” আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ – এ চেপে নীলজল দীগন্ত ছুঁয়ে এসেছ , আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ | আমি কখনও যাইনি জলে , কখনও ভাসিনি নীলে , কখনও রাখিনি চোখ , ডানামেলা গাঙচিলে | আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে আমাকেও সাথে নিও , নেবে তো আমায় ? বল , নেবে তো আমায় ! আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে তোমরা সদলবলে সভা করেছিলে , আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ না – বলা অনেক কথা , কথা তুলেছিলে : কেন শুধু ছুটে ছুটে চলা একই একই কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে ? যদি ভালবাসা না – ই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব , কোথায় গিয়ে ? বল , কোথায় গিয়ে ? আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দ্যাখো , এখনও গল্প লেখো , গান গাও প্রাণ ভরে , মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে , তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে | আস্থা

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”