পোস্টগুলি

জুলাই ৫, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" সখি ভালবাসা কারে কয় "

ছবি
"সখি ভালবাসা কারে কয়"  সখি ভালবাসা কারে কয় , তুমি হীনা কেন প্রতিদিন গভির - বেদনায় কাঁদে হৃদয় , সখি ভালবাসা কারে কয়, সখি ভালবাসা করেছি জয় , নির্ভয় তোমারে ভালবেসে , তবু এবেলায় কেন আজ- http://nirrjon.blogspot.com কাঁদি অবশেষে, জানিনা এ কান্নার শেষ পরিণয়, সখি ভালবসা কারে কয় , দিয়েছ প্রেম মালা পরায়ে- নিয়েছ বুকে জড়ায়ে, হয়েছে সৃষ্টি প্রেমের মধুর বলয় , সখি ভালবাসা কারে কয় , আজ আমি একা - জানিনা কবে  হবে আর দেখা, সে আশায় রাত্রি, ভোর ,সূর্য উদয়- সখি ভালবাসা কারে কয়,  ভালবাসা করতে প্রেমময়- গলায় দেব ফাসি বিনিময়, তখনি বুজবে প্রিয়া আমার এই গভির প্রণয়, সখি ভালবাসা কারে কয়.....

" আধো-আধো বোল"

ছবি
"আধো-আধো বোল"   আধো আধো বোল্‌ লাজে-বাধো-বাধো বোল- ব’লো কানে কানে। যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল- ব’লো কানে কানে।। যে কথার কলি সখি আজও ফুটিল না, হায় http://nirrjon.blogspot.com শরমে মরম-পাতে দোলে আন্‌মনা, হায় যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল ব’লো কানে কানে।। যে কথা লুকায়ে থাকে লাজ-নত চোখে না বলিতে যে কথাটি জানাজানি লোকে যে কথাটি ধ’রে রাখে অধরের কোল লুকিয়ে ব’লো নিরালায় থামিলে কলরোল। যে কথাটি বলিতে চাও বেশভূষার ছলে যে কথা দেয় ব’লে তব তনু পলে পলে

" মোরে ভালোবাসায় ভুলিও না "

ছবি
মোরে ভালোবাসায় ভুলিও না   মোরে ভালোবাসায় ভুলিও না- http://nirrjon.blogspot.com পাওয়ার আশায় ভুলিও ।। মোরে আদর দিয়ে দুলিও না- আঘাত দিয়ে দুলিও দুলিও।। হে প্রিয়া  মোর একি মোহ- এ প্রাণ শুধু চায় বিরহ। তুমি কঠিন সুরে বেঁধে মোরে- সুরের লহর তুলিও। তবু প্রান যে চাহে পোড়াতে সুখ- আমি চাহি পুড়িতে, সুখের ঘরে আগুন জ্বেলে । পথে পথে ঘুরিতে; শুধু পথে পথে ঘুরিতে; নগ্ন দিনের আলোকেতে- চাই না তোমায় ব’ক্ষে পেতে। তুমি ঘুমের ঘোরে স্বপনেতে- হৃদয়-দুয়ার খুলিও।।

" বাঁকা চোখে বলো না "

ছবি
"বাঁকা চোখে বলো না"  বাঁকা চোখে বলো না, বাঁকা চোখে বলো না, কথা বলো চোখে চোখ রেখে- বাঁকা চোখে বলো না, মনের চেহারা দেখতে দাও না- বাঁকা চোখে বলো না, http://nirrjon.blogspot.com চোখ হল সেই আয়না- যাকে ঠকানো কখনো যায় না। কী যে আসল, কী যে নকল। বুঝব তোমার চোখ দেখে।। কিছুদিন থেকে গেছি কাছে কত সুখে মন ভরে আছে স্মৃতি তার মণিমালা হয়ে এ জীবনে জানি যাবে রয়ে চাও যদি সবি অবসান আমি করব না কোন অভিমান। যাব আমি চলে সব কিছু ভুলে কোনই বাঁধন না রেখে।।  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"