পোস্টগুলি

মার্চ ২৭, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“খোঁজ”

ছবি
খোঁজ http://nirrjon.blogspot.com খুঁজে দেখ তুমি – ভেবে দেখ তুমি  কার চোখে চোখ রেখে শান্তি পাও?  কার বুকে মুখ রেখে বাঁচতে চাও?  কার সাথে সংসার – কার সাথে পরপার  কার কথা ভাব তুমি- প্রতিক্ষণ মনে মনে?  তার হাতে হাত রেখে- কথা দাও এই ক্ষণে.   কথা দাও এই ক্ষণে - কথা নাও এই ক্ষণে  জেনে নাও তার কথা- হৃদয়ের প্রয়োজনে।  হারাবার কিছু নেই- তাকে যদি নাই পাও ভালোবাসার প্রয়োজনে- শুধু ভালোবেসে যাও। 

“সে ছুঁইলেই”

ছবি
সে ছুঁইলেই http://nirrjon.blogspot.com বড় নাজুক, বড় নাজুক গো আমি!  আমারে ছুইয়না তুমি বেলা অবেলায়  ও জ্বালা সহনের ক্ষেমতা আমার নাই,  কহনও না যায়, ও আগুন সহন ও না যায়!  সেই কোন সাইঝঝা বেলায়-  হাসতে হাসতে একটা ফুলটোক্কা দিয়া গেছিলা!  ওমনি আমি লজ্জাবতী লতার লাহান শরমে গুটাইয়া গেছিগা! মাইজ্ঝা রাইতে চান্দের আলোয় বুকটা মেইল্লা দেহি- ত্বকের নিচে কি চাপ চাপ কালা রক্ত জমা গো! ব্যাঙের ছাতায় লাল লাগলে আঙ্গুলে জেমুন হয় কেমুন জানি দরদে শিরশির করা একটা বেবোধার মতন বোধ হাসি ঠাট্টা তামসার ছলে-

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"