পোস্টগুলি

আগস্ট ২৭, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"মেঘ কালো-অাঁধার কালো"

ছবি
মেঘ কালো-অাঁধার কালো মেঘ কালো-অাঁধার কালো- অার কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী- হারালো তাঁর কূল; তাঁর চেয়ে ঐ কালো কন্যা- তোমার মাথার চুল, মেঘ কালো-অাঁধার কালো । কাঁশ যে সাদা,ভেনু সাদা- অার সাদা খেঁয়ার পাল, সাদা যে ঐ স্বপ্ন মাখা- রাজ হংসের পাখা, তার চেয়ে ঐ সাদা কন্যা- তোমার হাতের সাখা, মেঘ কালো- অাঁধার কালো।। লজ্জা রাঙ্গা- সিঁদুর রাঙ্গা- অার রাঙ্গা কৃষ্ণচুড়া , রাঙ্গা যে ঐ সাজ অাকাশে- ঐ যে অস্ত রাগ, কন্যা সবার চেয়ে- ঐ রাঙ্গা তোমার , অালতার ঐ দাগ - মেঘ কালো-অাঁধার কালো ।। শস্য সবুজ-পাতা সবুজ, অার সবুজ টিয়া পাখী । দূর্বা সবুজ তার সাথে যে - চির সবুজ বন, সবার চেয়ে ঐ সবুজ কন্যা- তোমার অবুঝ মন। মেঘ কালো-অাঁধার কালো । অার কলঙ্ক যে কালো - যে কালিতে বিনোদীনি, হারালো তাঁর কূল; তার চেয়ে ঐ কালো কন্যা- তোমার মাথার চুল ; মেঘ কালো- অাঁধার কালো- অার কলঙ্ক যে কালো , মেঘ কালো -অাঁধার কালো ।।।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" বিরহের বাণী "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "