পোস্টগুলি

এপ্রিল ২৮, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ক্ষনেক তরে”

ছবি
“ক্ষনেক তরে” http://nirrjon.blogspot.com তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে- আমায় শুধু ক্ষণেক তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে- আমি সাঙ্গ করব পরে। না চাহিলে তোমার মুখপানে- হৃদয় আমার বিরাম নাহি জানে,

“যাবার অাগে”

ছবি
“যাবার অাগে”   যাবার অাগে রাঙিয়ে দিয়ে যাও,  যাও- যাও গো এবার যাবার আগে-- তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রুজলের করুণ রাগে॥ রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, সন্ধ্যাদীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে॥ যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ-দোলা লাগিয়ে দিয়ে। http://nirrjon.blogspot.com

“কেন অাশা বেধে রাখি”

ছবি
“কেন অাশা বেধে রাখি” কেন আশা বেধে রাখি  কেন দ্বীপ জ্বেলে রাখি, জানি আসবে না ফিরে আর তুমি  তবু পথ পানে চেয়ে থাকি, জানবে না তুমি বুঝবে না তুমি  এই ব্যাথা আমার এই জ্বালা আমার, ছিলে কাছে যখন ছিলো সবই আপন  সেই ভেবে জলে ভরে আখি, http://nirrjon.blogspot.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"