পোস্টগুলি

জুন ২১, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

ব্যবধান

ছবি
ব্যবধান ------------------------------------------ হাতের দিকে চাও,এখানে পাবে সুখ, ভালোবাসার সুধা ভরপুর স্পর্শ, আমৃত্যু মুছে দিবে ক্লান্তির দৈন্যতা। বুকের দিকে চেয়োনা;

“ইচ্ছে করেই কষ্ট কুড়াই”

ছবি
ইচ্ছে করেই কষ্ট কুড়াই! --------------------------------- ও আমার একাকী কষ্টরা, কেন রাত্রির পর রাত্রি তোমরা একলা জেগে রও? ঘুমিয়ে পড়ে শুকতারাটি, ঘুমিয়ে পড়ে অষ্টমীর চাঁদ তবু কেনো তোমরা জেগে রও? নির্ঘুম চোখে ঝোরো ঝোরো বর্ষায় শ্রাবণের জলের মত ঝরছো অনর্গল! বিমুগ্ধ রজনী চলে যায়, চলে যায় সোনা ঝরা দিন তবু কেন তোমরা ছেড়ে যাও না?

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

“তোমার বাড়ির সামনে দিয়ে”