পোস্টগুলি

জুন ১৮, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

শূন্যতা

ছবি
শূন্যতা অনন্ত পথ ধরে হাঁটিতেছি এ পথের শেষ নাই জানা, দিগন্ত থেকে দিগন্তে চলেছি পাইনি খুঁজে কোন সীমানা। ভাবনাগুলো পথ পাড়ি দেয় অজানায় চিন্তাগুলো মনের আকাশ ছুঁয়ে যায় খুঁজে বেড়ায় এর আপন সীমানা, কখন কোথায় পাবে শান্তির ঠিকানা।

ক্ষয়ে যাওয়া আমি

ছবি
ক্ষয়ে যাওয়া আমি ক্ষয়ে যাওয়া আমি জ্বলে যাওয়া বারুদের মত আমি সেই আমি আর এই আমিতে পার্থক্য বারুদের কাছে নিতে গর্জে ওঠা আগুন জ্বালিয়ে দিতে পারে, পুরিয়ে দিতে পারে সকল

“ক্ষয়ে যাওয়া আমি”

ক্ষয়ে যাওয়া আমি ক্ষয়ে যাওয়া আমি জ্বলে যাওয়া বারুদের মত আমি সেই আমি আর এই আমিতে পার্থক্য বারুদের কাছে নিতে গর্জে ওঠা আগুন জ্বালিয়ে দিতে পারে, পুরিয়ে দিতে পারে সকল কিন্তু না, জ্বলে গেছে কখন যেন অগোচরে এখন শুধুই জ্বলে যাওয়া বারুদের ছাই। তাতে রাসায়নিকের বর্ষণে ক্ষয়ে যাওয়া গর্তে পূর্ণ কাঠের কাঠীতে কোন মতে জড়ানো কঙ্কাল বারুদের আঘাতে বারুদ আগুনে রূপ নিতে না কাঠের আগুনে জ্বলে নিঃশেষ হবার অপেক্ষা মাত্র।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"