পোস্টগুলি

জানুয়ারী ২৮, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ”

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ” জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন,  এ সরকারের আমলেই সব বেসরকারি মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষকদের জাতীয়করণ করা হবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক স্কুলের শিক্ষকদের জাতীয়করণ করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ২০১৪-২০১৯ সালের মধ্যে সব শিক্ষককে জাতীয়করণ করবেন। বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে বলেন, তাদের আমলে শুধু লুটপাট হয়েছে। ইতিহাস বিকৃত করে দেশের মেধা ধ্বংস করেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। বাউফলের ইউএনও এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, পটুয়াখালী শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খান প্রমুখ। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "

“কাছে ডাকো”