পোস্টগুলি

মে ১৬, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" অনন্ত প্রেম"

ছবি
" অনন্ত প্রেম"                          - রবীন্দ্রনাথ ঠাকুর  তোমারেই যেন ভালোবাসিয়াছি http://nirrjon.blogspot.com শত রূপে শত বার জনমে জনমে , যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার , কত রূপ ধরে পরেছ গলায় , নিয়েছ সে উপহার জনমে জনমে , যুগে যুগে অনিবার।

" যদি কখনও আমি "

ছবি
" যদি কখনও আমি "  http://nirrjon.blogspot.com যদি কখনও আমি ভোরের শিশিরের মত ঝরে পড়ি প্রতিদিন , সেদিনও কি তুমি থাকবে আমার সাথে-   রাখবে কি তোমার তুলির মত পা শিশির ভেজা ঘাসে । যদি কোনদিন আমি মিশে যাই ঐ গোধূলির লগ্নে , তুমি থাকবে কি আমার ফিরে আসার আপেক্ষায় ।   যদি কোনদিন হারিয়ে যাই কথার নদী হয়ে , বাধবে কি সুর নতুন করে সে কথা কুড়িয়ে ।   যদি আবার জন্ম নিই নতুন করে তোমাতে , শান্তির প্রতিক করে পাইরা হিসেবে দেবেকি উড়িয়ে ।  

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

"মর্যাদা"