পোস্টগুলি

মার্চ ২৫, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“দৃষ্টি”

ছবি
                দৃষ্টি                   রবীন্দ্রনাথ ঠাকুর বুঝি গো সন্ধার কাছে-শিখেছ সন্ধার মায়া, ঐ অাঁখিদু’টি, চাহিলে হৃদয় পানে-মরমেতে পড়ে ছায়া, তারা উঠে ফূটি। অাগে কে জানিতো বল-কত কি লুকানো ছিল । হৃদয়নিভৃতে- http:nirrjon.blogspot.com

“লজ্জাময়ী”

ছবি
                লজ্জাময়ী কাছে তাঁর যাই যদি ,কত যেন পায় নিধি, তবু হরষের হাঁসি ফুট-ফুটে, ফুটে না। কখন বা মৃদু হেঁসে অাদর করিতে এসে- সহসা সরমে বাঁধে,মন ওঠে-ওঠে না। http://nirrjon.blogspot.com

“অামার মিলন লাগি তুমি”

ছবি
অামার মিলন লাগি তুমি অামার মিলন লাগি তুমি- অাসছ কবে থেকে, তোমার চন্দ্র-সূর্য তোমায়- রাখবে কোথা ঢেকেhttp:google.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“তুমি অারেকবার অাসিয়া”

“ অানমনে অামাকে ভাবো”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "