পোস্টগুলি

ফেব্রুয়ারী ৭, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" শুকতারা "

ছবি
    " শুকতারা  "  http://nirrjon.blogspot.com   সুন্দরী তুমি শুকতারা                       সুদূর শৈলশিখরান্তে ,             শর্বরী যবে হবে সারা                       দর্শন দিয়ো দিক্‌ভ্রান্তে ।               ধরা যেথা অম্বরে মেশে                       আমি আধো-জাগ্রত চন্দ্র ,             আঁধারের বক্ষের 'পরে                       আধেক আলোকরেখারন্ধ্র ।               আমার আসন রাখে পেতে                       নিদ্রাগহন মহাশূন্য ,             তন্ত্রী বাজাই স্বপনেতে                       তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ন ।               মন্দ চরণে চলি পারে ,                       যাত্রা হয়েছে মোর সাঙ্গ ।             সুর থেমে আসে বারে বারে ,                       ক্লান্তিতে আমি অবশাঙ্গ ।               সুন্দরী ওগো শুকতারা ,                       রাত্রি না যেতে এসো তূর্ণ ।             স্বপ্নে যে বাণী হল হারা                       জাগরণে করো তারে পূর্ণ ।               নিশীথের তল হতে তুলি                    

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

"মর্যাদা"