ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“একাকী পথ চলা”

“একাকী পথ চলা”

বহুপথ পাড়ি দিয়ে এলাম
আরও বহুদুর হবে যেতে,
কে হবে মোর সাথী
একাকী এই পথে!
যদি থাক মোর সাথে
বাড়িয়ে দিও দুহাত-
প্রার্থনা করি, ‘হে খোদা!

অকালে করোনা জীবনপাত!’
আমি যে বড় একাকী
তুমি জানো হে অন্তর্যামী
লাঘব করো মোর যাতনা
তুমি যে ত্রিভূবন স্বামী!
বহুদূর পাড়ি দিতে হবে
আমি যে বড় একাকী-
যদি না ধরো হাত
কিভাবে যাবো আমি?
সম্মুখে দুর্গম পথ
কিভাবে দিবো পাড়ি?
মাঝপথে এসে তুমি
দিও না যেন আড়ি!
তোমার ভুবনে খোদা
যদি হই অযোগ্য-
নিয়ে যেও তুমি মোরে
দিও পরম আরোগ্য!
কেউ ত বোঝে না
আমি কি যে বলি-
বহুদূর পথ আমি
একাকী তাই চলি!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "