ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“কাছে ডাকো”

“কাছে ডাকো”http://nirrjon.blogspot.com

সুখী হতে পারেনা কেউ কষ্ট পেলে
দুঃখই দিতেই-তুমি শুধু কাছে ডাকো ।
ভাবি আমি বসে সব কিছু ফেলে,
কষ্টই বাড়ে মোর তব কাছে গেলে ।
কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বেসেছিলাম ওগো তোমায় ভালো,
তুমি শুধু হবে আমার মত জ্বালাবে জীবনে আমার সুখের আলো ।
সেই স্বপ্ন আমি হৃদয়ে নিয়ে ওগো সাজিয়েছিলাম ভালোবাসার ঘর,
কাছে এসে শুধু অনেক যত্নে তুমি অবহেলা দিয়ে আজ করলে পর ।
http://nirrjon.blogspot.com


লাভ নেই যে অার লুকু চুরি খেলে,
স্বপ্নই শেষ হয় দেখি আঁখি মেলে ।
স্বপ্ন সবার হয়ত সত্যি হয় ওগো তাদের প্রিয়তমা যদি কাছে রয়,
আমি কেন তবে দুখী হলাম আজ আমার সকল ত্যাগের বিনিময় ।
আজ মনে হয় সব হারালাম ওগো আমি ভুল করে তোমায় চেয়ে ,
শূন্য হাতে শুধু নিঃস্ব হলাম ওগো দিলাম সব আমি কিছু না পেয়ে ।
আঁধারে দেয়না কেহ প্রদীপ জ্বেলে,
রাত সাজে মোর শুধু কষ্ট ঢেলে ।
সুখী হতে পারেনা কেউ কষ্ট পেলে
দুঃখই দিতেই- তুমি শুধু কাছে ডাকো ।
ভাবি আমি বসে সব কিছু ফেলে,
কষ্টই বাড়ে মোর তব কাছে গেলে । http://ynirrjon.blogspot.comhttp://google.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”