ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“চলো বদলে যাই”

“চলো বদলে যাই”

                             অাইয়ুব বাচ্চু

সেই তুমি কেন এত অচেনা হলে 
সেই আমি কেন তোমাকে দু্‌ঃখ দিলেম 
কেমন করে এত অচেনা হলে তুমি 
কিভাবে এত বদলে গেছি এই আমি। 
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে 
চলো বদলে যাই.. 
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় 
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে 
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়। 

কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে 
শূণ্যতায় ডুবে গেছি আমি 
আমাকে তুমি ফিরিয়ে নাও.. 
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় 
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে 
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়। 

যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায় 
ফেলে আসা সেই সব দিন গুলো 
ভুলে যেতে আমি পারি না.. 
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় 
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে 
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে 
তুমি ক্ষমা করে দিও আমায়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”