ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“সবই অভিনয়”

“ সবই অভিনয়”
http://nirrjon.blogspot.com

 সবাই শুধু হাঁসি মুখে -
বন্ধু বেশে পাশে থাকে,
সবই অভিনয় !!!
-
জানেনা কেউ কি কারনে-
কষ্ট গুলো বুকে জমে,
দু:খ নদী বয় !!!
বন্ধু তো কেউ নয় !!!
-
বোঝে না কেউ কি কারনে-
স্বপ্ন গুলো চোখের কোনে থম্কে দাঁড়ায়।।।
-
অবুঝ মনের ভালোবাসা -
অভিমানের কি দহনে -
নিমিষে হারায় ।।।
-
দেখে না কেউ অন্তরালে-
পোড়া হৃদয় কেন জ্বলে নিরব জন্ত্রনায়।।।
-
উষ্ণ স্মৃতি কেমন করে -
শেওলা হয়ে বেড়ায় ভেসে খোলা বর্ষায় ।।।
-
সবায় শুধু হাঁসি মুখে-
বন্ধু বেশে পাশে থাকে,
সবই অভিনয় !!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "