ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“স্বাগতম নতুন মুখ”

“স্বাগতম নতুন মুখ”

“স্বাগতম নতুন মুখ”
বিশেষ করে মূখ্য দৃষ্টি মাননীয় সাধারন সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী -
ওবায়দুল কাদেরের দিকে।
অাশা করি, সামনে বাংলাদেশের মানুষ নতুন -নতুন ভালো দিক নির্দেশনা এবং 
গতি পাবে ।
http://nirrjon.blogspot.com
তিনি যে ভাবে দৌড়/ঝাপ করে যোগাযোগ ব্যবস্থায় একটা ভালো-
কাঙ্খিত- অাশানুরুপ ফল এনে দিয়েছেন তা বলাই বাহুল্য ।
অাশা করি, যোগাযোগ মন্ত্রনালয়ের মতো অন্যান্য- অচল,থুবড়ে পড়া,
জাং ধরা, গতিহীন ,স্থবির মন্ত্রনালয় গুলোও সচল করবেন ।
সেজন্যই অাজ , অাপনি সাধারন সম্পাদক ।
দেশ থেকে -দূর্নিতি,অনিয়ম ,অামলাতন্ত্র সব দূর করতে হবে।
অাপনি পারবেন , সেই প্রত্যাশা অাছে বলেই মহান পদ অাপনার-
জন্য। দল মত নির্বিশেষে কাজ করতে হবে, কোন অন্যায়কে প্রশ্রয়-
দেওয়া যাবে না, প্রশাষন ছাড়াও জনপ্রতিনিধীদের সব সময় সচল রাখত-হবে। খাদ্য, বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিৎ-করার জন্য যা যা করা দরকার , সব নিশ্চিত করতে হবে ।তাহলে বাংলাদেশ একটি মডেল হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।।।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"