ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ ফিরে এসো ”

**তুমি ফিরে এসো

ঐ দূর আকাশের রোদ্র হয়ে
চারিদিকে আলোকিত করে
এই হ্নদয়ের সকল ধোয়াশা দূর করে।



**তুমি ফিরে এসো
ঐ দূর আকাশে কুয়াশা হয়ে
নির্জন অন্ধকারে অতি গোপনে
আমায় ছুয়ে দিতে।

**তুমি ফিরে এসো
ঐ দূর আকাশের বৃষ্টি হয়ে
চারিদিকে ভিজিয়ে দিয়ে
আমার হ্নদয় খানি সতেজ করে।

**তুমি ফিরে এসো
ঐ অথৈই সাগরের জল হয়ে
চারিদিক প্লাবিত করে
আমার পুরো হ্নদয় ভরে।

**তুমি ফিরে এসো
ঐ রাত্রি বেলার অন্ধকার হয়ে
নির্জনে বলব কথা
অতি গোপনে গোপনে।

**তুমি ফিরে এসো
দূর বিদেশের অতিথি পাখি
কত আপ্যায়ন করবো তোমায়
অনেক দিন পরে পেয়ে।

**তুমি ফিরে এসো
বসন্তের কোকিলের গানের সূরে
শুনব তোমার মধুর সূর
হ্নদয় মন পুলকিত করে।

**তুমি ফিরে এসো
ঐ দূর আকাশে চাঁদ হয়ে
সারা রাত দেখব তোমায়
আকাশের দিকে তাকিয়ে।

**তুমি ফিরে এসো
ঐ জ্যোৎস্না রাতের জোনাকি হয়ে
দু’হাত দিয়ে ধরে রাখব তোমায়
জীবন জীবনের তরে।

**তুমি ফিরে এসো
ঐ দূর বন-জঙ্গলের পাখি হয়ে
মনের খাঁচায় রাখব তোমায়
আজীবন বন্দি করে।

**তুমি ফিরে এসো
ঐ ফুলের বাগানের গন্ধ হয়ে
সুভাষিত গন্ধে আমার
হ্নদয় খানি যাবে ভরে।

**তুমি ফিরে এসো
চুর্ন বিচূর্ন এই হ্নদয়ে
ভাঙ্গা মনে লাগবে জোড়া
কোন দিনও যাবেনা ছিড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "