ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

" স্বার্থপর "

" স্বার্থপর " " স্বার্থপর "

সব ঠিকঠাক আর কই থাকে!!
প্রতিদিনই নিজেকে গুছিয়ে রাখতে
কতইনা ছল ছাতুরির আশ্রয় নিতে হয়;
ঘুনপোকা ঠিকই ঠের পেয়ে যায়..
অগুছালো করে দেয় খেয়ে গুঁড়ো করে।অদ্ভুত আচরণ মানুষের...
যতক্ষণ নিজের সব দিয়ে দিতে পারি,
ততক্ষণই যেন ভাল থাকার সময়,
ঠিক তখন মনের বাতায়নে
এলোমেলো বাতাসেরা খেলে যায় অগোচরে।
আর যখনই নিজের করে অথবা
স্বাধীনভাবে কিছু পেতে চাওয়ার আবেদন জানাই,
বাঁকা চোখে মানুষরা কিভাবে যেন তাকায়...
চোখে জ্বলে স্বার্থপরতার আগুন,
আর চোখে চোখ রাখা হয় না,
না হলে, নিজেকে পুড়িয়ে করতে হবে ছারখার;
ফিরিয়ে নিতে হয় চোখ, চোখ হতে,
পর হতে আর সময় লাগে না।
অবাক চোখে শুধু নীল প্রজাপতিদের ওড়াওড়ি দেখি,
আকষ্মিক উত্তর হতে ধমকা হাওয়া এসে
আবার সব করে দেয় এলোমেলো।
http://nirrjon.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" বিরহের বাণী "

“কাছে ডাকো”