ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“নি:স্ব হব”

“নি:স্ব হব”

আমার কাছে
দু-চার পয়সা যাই আছে
উড়িয়ে দেব তোমার পিছে
দিবোই না হয়
কার কি তাতে!
তুমি শুধু জেনে রাখো
ভালোবাসা নেশার মত
আমার হৃদয়
আমার হাতে।
http:nirrjon.blogspot.com

একটা জীবন
যেমন খুশি
জুয়া খেলেই উড়িয়ে দেব
আমার ইচ্ছে।
ভর দুপুরে ঠাঠা রোঁদে
আকাঙ্ক্ষাতে অপেক্ষাতে
আকাশ পানে তাকিয়ে রব
কার কি তাতে!
কবিতাটা মাথায় আছে
শেষ দুটি লাইন মিলছে না আর
কি করে যে মানুষ বেঁচে!
গোলাপ ফুলটা আমার হাতে।
তোমার বাড়ির সামনে গিয়ে
সকাল বিকেল দাঁড়িয়ে রব
রলাম না হয়,
বৃষ্টি মাথায় হাঁটু জলে
হঠাৎ দেখার কৌতূহলে
ক্লান্ত হব
হলাম না হয়।
আমার হাতে নীলপদ্ম
আমার হাতে হৃদপিণ্ড
আমার হাতে অনেক সময়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "