ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী...

"আশ্রয়হীন ভালোবাসা"

"আশ্রয়হীন ভালোবাসা" 

                              - সুকান্ত মাইতি

ভালোবাসার আজ নেইকো ঠিকানা-
হয়তো মুখোশের আড়ালে
http://nirrjon.blogspot.com
নয়তো বা মুখ আচেনা।
ক্লান্তি জড়ানো বুকে ফুটন্ত লাভা, 
হৃদয় যেন এক ঝলসানো মাংস পিন্ড-
তাই ভালোবাসার নেইকো কোন আভা।


সবার আছে আপন ঘর,সাজানো স্বর্গের মতন,
লোভ লালসার যায়গা জুটে যায়-
ঘৃনা বিদ্বেষ আসে যখন তখন। 
যার রশ্মিতে তুমিও পেলে আলো ,
ভালোবাসার শুন্যতায় নিরন্তন জ্বলছে সে -
আত্ম দহনে শুধুই আলো দিয়ে গেল।

আনুভূতিও জুটে যায় স্বপ্নলোকে আশ্রয়, 
ভালোবাসা শুধু থাকবে কোথায় ?
মন জোনাকিরও কাটছে রাত্রি আঁধারের ভয়। 
ভোরের আলোয় ভাবনারা নির্বাক-
ভালোবাসা আজ বড্ড আসহায়,
আশ্রয়ের সন্ধানে জুটেছে শুধু স্বার্থের ঘূর্ণিপাক। 

আকাশটা আজ হাসছে আপন মনে ,
বসন্তের অধিকারে -
ভালোবাসার লড়াইটা চলছে সঙ্গোপনে। 
কালের হাওয়াই যানি গোলাপটা ঝরে যায়,
আস্তিত্বের তাগিদে- 
আবার ছোট্ট কুঁড়িও আশ্রয় পায়...।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“ ভালো লাগছে-ভালো লাগছে, কেন তা বলতে পারিনা ”

“বিল্ডিং তৈরিতে রড,সিমেন্ট,বালু ও ইটের হিসাব অাপনি যে ভাবে পাবেন”