ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"শিক্ষা ব্যবস্থা ধবংস"

                      "শিক্ষা ব্যবস্থা ধবংস

                                                                   -মোঃমমতাজুল ইসলাম 

যে যাই বলুক সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস । 

বাংলাদেশে ৯৭% স্কুল,কলেজ,মাদ্রাসা বেসরকারী এম,পি,ও-ভূক্ত ,

এখানে প্রায় পাঁচ লক্ষ শিক্ষক /কর্মচারী কর্মরত আছেন। 

অষ্টম পে-স্কেলে সবচেয়ে বেসরকারী এম,পি,ও -ভূক্ত শিক্ষক /কর্মচারী-

বৈষম্যের শিকার ।

১। বৈশাখী ভাতা নেই।

২। ৫% নেই ।

৩। একটি মাত্র টাইম স্কেল -যাহা আট বছরে ছিল তাহা এখন দশ বছর ।

  তাও বেসরকারী এম,পি,ও-ভূক্ত শিক্ষক /কর্মচারী পাবেন কি -না -তার কোন 

নির্দিষ্ট পরিপত্র নাই। 

৪। উৎসব ভাতা ২৫% শিক্ষকদের আর ৫০% কর্মচারীদের ।

এটা কোন বাইবেল বা সংবিধানে পড়ে আমার জানা নেই।

৫। বাড়ী ভাড়া ,চিকিৎসার কথা নাই বা বললাম । 

৬। বর্তমান সরকার বেছে -বেছে দু'ই/একটা স্কুল/কলেজ জাতীয় করন করছেন-

নিজের ক্ষমতা বলে ,মনগড়া ফতুয়া দিয়ে যাহা মেনে নেওয়া কষ্টকর।

যদিও সকল স্লেবাস ,বই একই তারপর বেছে-বেছে জাতীয় করন ।

মেনে নিতে কষ্ট লাগে ।

জাতীয় করন করতে হ'লে সব এম,পি,ও-ভূক্ত স্কুল ,কলেজ,মাদ্রাসা এক সঙ্গে 

করতে হবে। 


সত্যি কথা বলতে কি?

অনভীজ্ঞ শিক্ষামন্ত্রী,অনভীজ্ঞ শিক্ষা কাঠামো যাহা শিক্ষা ব্যবস্থা ক্যানসারের  রুপ 

ধারন করেছে। 

এস,এস,সি -তে মাননীয় শিক্ষামন্ত্রী অনেক খেল -খেলালেন যাহা সমস্ত -

বিশ্ব-বাসী অনুধাবন করেছেন, সব দোষ শিক্ষকদের  দিয়ে , নিজের শরীর সেভলন/

ডেটল দিয়ে পরিস্কার করে বলছেন আমি শিক্ষকদের কোন দাবি অপূর্ণ রাখিনী। 

আনেক দিন থেকে সমস্ত বাংলাদেশে বেসরকারী এম,পি,ও-ভূক্ত শিক্ষক/কর্মচারী

আন্দোলন, স্মারকলিপী, মিটিং,মিছিল,অনশন -করে আসতেছে কিন্তু কর্ত্রীপক্ষের 

নজরে পড়ছেনা। এর জন্য দায়ী কে?  

আবার,

আনেক আবাল শিক্ষা নিয়ে টক-শো করে বিভিন্ন টিভি চ্যানেলে যাদের বর্তমান 

শিক্ষা সম্পর্কে কোন ধারনাই নেই আর টিভী চ্যানেলগুলোও হয়েছে মারশাল্লা -

বেছে-বেছে আবুলদের ডাকে টক-শোতে, আমি বলি টক-শো করেন প্রত্যন্ত 

গ্রাম অঞ্চল থেকে শিক্ষকদের নিয়ে আসেন সত্য কথার সঙ্গে সমাধানও বেরিয়ে আসরে ।

শহরের বয়লার মুরগীরা কিছু দিতে পারবে না শিক্ষার জন্য।

বিশেষ করে মাধ্যমিক স্তরের যে- বই, স্লেবাস নিন্মমানের ।

মাধ্যমিক স্তরই নির্ধারন করে-একটি শিক্ষার্থী কোথায় দাঁড়াবে ।  

বাংলা, ইংরাজী,গনিত একেবারেই ০০০%। যাহা শিক্ষার্থীকে ধ্বংসে পথে ঠেলে দিচ্ছে।

 আরও চরম সত্য কথা,

 যে শিক্ষার্থী অংক- ইংরাজী জানে না সে কোন শিক্ষার্থীই নয়।  

এতো বৈষম্য মাথায় নিয়ে  একটা শিক্ষক কত % মানসন্মত ক্লাস নিতে পারে -

আপনাদের উপর ছেড়ে দিলাম। 

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”