পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী
এতগুলো পূর্ণিমায় তোমাকে যে সমুদ্র জোয়ার সমতার গল্প শোনালাম ! তবু শরৎরাতে জ্যোৎস্নার অই কাশবন কোমল হাওয়ায় কেন অগোছালো হয়ে উঠে? এতগুলো স্বপ্নরঙ্গীন রোদ্দুর সকাল নিয়ে তোমাকে বলেছি তোমার সাড়া পেলে সকাল থেকেই স্বপ্নবুনন শুরু হয়। তবু ছন্দ রাখা কিছু টলোমলো সময় পেরিয়ে প্রায়ই দেখি সেই অন্ধ সকাল। বোধহয় তোমার চেতনা হ্রাস পায় তুমি ছন্দ হারাও স্মৃতি লোপে। আবেগের ব্যাকুলতাগুলো আজ তাই তোমাকে আর একাগ্র রাখে না। তোমার দুচোখেই কি ধূলো পড়েছে? অথবা জমেছে বুকের ভিতর নষ্ট স্বপ্ন? কেন তবে তোমার রং চটা আকাশটা নেয় না কালো মেঘ রচনার দায়? এতগুলো দীর্ঘ সময় অতিক্রম করলো সম্পর্কের কত সমুদ্র-অরণ্য-পাহাড় ! তবু কেন মনে হয় না তোমার আমি আজও চাই আমার সমগ্র সত্তার মাঝে তুমি থাকো।

"অর কত;দিন"

ছবি
"অর কত;দিন" Add caption আর কত দিন ! আর কত দিন ! অপেক্ষায় নিয়ত প্রহর গুণি - আর কত দিন ? নিয়ত এ আত্মা ক্ষয় হয় ; হারায় জৌলুস অশ্রুজলের ধারা অবিরত ধুয়ে নিয়ে যায় ছাপোষা সময় অনন্তের পথে ; অর্জন - শূণ্য !

তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা?

ছবি
তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা? তোমরা কি শুনবে কেউ আমার কিছু কথা? আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা? মাঝে মাঝে নিজেকে লাগে বড় একা, মনের মত বন্ধুর দেখা পাবো আমি কোথা?
বেদনা সিক্ত অশান্ত এই মন,  খুজে ফিরে মেটাই প্রয়োজন.........
তুমি কি সেই? সেই তুমি?

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”