ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"অর কত;দিন"

"অর কত;দিন"
Add caption

আর কত দিন ! আর কত দিন ! অপেক্ষায় নিয়ত প্রহর গুণি - আর কত দিন ? নিয়ত এ আত্মা ক্ষয় হয় ; হারায় জৌলুস অশ্রুজলের ধারা অবিরত ধুয়ে নিয়ে যায় ছাপোষা সময় অনন্তের পথে ; অর্জন - শূণ্য !
আবেগশূণ্য দু'চোখে নিরন্তর তাকিয়ে থাকে শুষ্ক মরু হয়ে যাওয়া পথ ধরে শূণ্যতায় ; এখন আর মরিচিকারও দেখা মেলে না ! শুধুই প্রতীক্ষা ; আর কত দিন ! রাতগুলো বড় বেহিসেবি হয়ে গেছে হিসেবের অগোচরেই আঁধার বিলিয়ে যায় অরণ্যের মাঝে ; আঁধার ! বড় নগ্ন আঁধার ! জ্যোৎস্নারাও আর এ অরণ্যের পথে পা বাড়ায় না । কলঙ্ককালো মেঘেরা ওদের আগলে রেখেছে শকুনের আহারের মতন ; আর ত্রস্ত পায়ের হরিণীরা নির্বাক মুখ গুঁজেছে লোনা জলে ! অপেক্ষায় প্রহর গুণি ; আর কত দিন !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”