পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ ভূল”

ছবি
“ ভূল” আকাশের নীল রঙ ছুঁয়ে বলতে ইচ্ছে করে আমি এতো দিন যা করেছি ভূল করেছি ।

“বেঁচে থাকা”

ছবি
কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কত বড় কষ্ট, তা সবাই বুঝে না। শুধু সেই বুঝে যে প্রতিনিয়ত কষ্টের অনলে পুড়তে থাকে ... ! কখনও বা জীবনের সবটাই থেমে যায়, প্রান থেকেও মনে হয় নেই। কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায়না, তা প্রকাশও করতে হয়না। অপেক্ষার প্রতিটি মূহুর্ত যেন যুগ যুগান্তরের। তবুও সময় যাচ্ছে আর এভাবেই ফুরিয়ে নিঃশেষ হবে একদিন। ঘাসের ডগাতে জমে থাকা শিশির সূর্য্যের আগমনে বিলীন হয়ে যায়। তা আবারো ফিরে আসে নতুন কোন ভোরে একদম নতুন রূপে। আমিও ভোরের শিশিরের ব্যাতিক্রম নই, যতোবারে বিলীন হবো ঠিক ততোবারই নতুন রূপে আবির্ভুত হবো, একদম নিজের মতো করে।

“মিছে অাশা”

ছবি
“মিছে অাশা” একটি সচ্ছ জলাশয়ের মধ্যে যদি দেখা যায় চাঁদের প্রতিচ্ছবি জলাশয় যদি ভালবেসে চাঁদকে, চাঁদও যদি ভালবাসে জলাশয়কে তাতে কি আসে যায়? চাঁদের জন্ম শুধু আকাশেরই জন্যে। তবুও কেন ওরা ভালবাসে পরস্পরকে মিছে আশায়?

“ শুরু থেকে শেষ”

ছবি
তোমার আছে শান্ত নদী যেথা অথৈ স্বপ্নের ধারা, আমার আছে গগণ চুম্বী পাহার প্রেমে পাগলপারা ।তোমার আছে কান্নার জল দুই চোখ গড়িয়ে পড়ে, আমার আছে বুক যেথা তোমায় রাখব যত্ন করে । তোমার আছে অনন্ত ভালবাসার এক নীল আকাশ, আমার আছে সেথা পরশ বুলানর বাউলি বাতাস । তোমার আছে বসন্ত যেথা ফুল ফোটে গন্ধ ছড়ায়, আমার আছে মন ভ্রমর গুণ গুনিয়ে বুক ভরায় । যার যা আছে আর না আছে তা করে অদল বদল, মিলেমিশে একসাথে চলব দিনমান করে কোলাহল । একপাশে আমি অন্য পাশে তুমি শুরু থেকে শেষে, উভয়ের তরে উভয়ই নিবেদিত অনেক ভালবেসে ।

“ তুমি অার অামি”

ছবি
একপাশে আলো আর আলোর দিকে তুমি আলোর নিচে আধার আর সেই আধারের সাথে এক দিকে সাদা আর সেই সাদার দিকে থাকো তুমি অন্য দিকে কালো আমি সেই কালোতেই আছি ভালো। তুমি হলে হাসি আর আমি তাই কান্না। আলোতে তুমি হাসিতে তুমি। আর তুমি থাকে রঙ্গীনে। এভাবেই বারবার তোমাকেই যেনো ফিরে পাই আমার এই ছোট্ট জীবনে। তুমি হলে ফুল, ফুটে থাকো কাননে, আর আমি নিষিদ্ধ বারুদ থাকি শুধু কামানে। তুমি আমি একই রকম হবো বলো কেমনে।

“কনফিউশন”

“কনফিউশন” ১. সবাই স্বর্গে যেতে চায়। তাহলে কেউই মরতে চায় না কেন? ২. সাঁতার যদি ভালো ব্যয়াম হয়, তাহলে নীল তিমি এত মোটা কেন? ৩. আমাদের দেশের সংবিধান অনুযায়ী সবারই কথা বলার অধিকার আছে। তাহলে ফোনের বিল দিতে হয় কেন আমাদের? ৪. টাকা যদি গাছেই না ধরে, তাহলে ব্যাংকগুলোর এত শাখা থাকে কেন? ৫. পিৎজা আকারে গোল, কিন্তু এগুলো চারকোনা বক্সে আসে কেন? ৬. আঠা এর বোতলের গায়ে লেগে যায় না কেন? ৭. আলোর গতি আমাদের জানা আছে। অন্ধকারের গতি কত? ৮. টম অ্যান্ড জেরি কার্টুনটি শুরু হওয়ার সময় সিংহের গর্জন দেখায় কেন? ৯. মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় 'শাট আপ'। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে 'শাট ডাউন' কেন? ১০. বেশির ভাগ গাড়িতে সর্বোচ্চ গতিসীমা দেওয়া হয় ১৩০ কিলোমিটার। তাহলে রাস্তায় ১৩০ কিলোমিটার বেগে চালানো আইনত দণ্ডনীয় কেন? ১১. অ্যাম্বুলেন্স যদি রোগী আনতে যাওয়ার পথে কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করে,তাহলে তারা তখন কী করে? ১২. কপিরাইট চিহ্নটার কপিরাইট কার? ১৩. যদি প্লেনের ব্ল্যাকবক্স প্লেন ক্র্যাশে নষ্ট না হয়, তাহলে ওই উপাদান দিয়ে পুরো প্লেনটাই বা

“ রাঙ্গা দু’টি চরন”

ছবি
  “ রাঙ্গা দু’টি চরন” তোমাকে আরেকটি বার দেখার আগে খোদা হয়না যেন আমার মরন, চির বিদায়ের আগে আমি ছুঁয়ে দিতে চাই তোমার ঐ রাঙা দুটি চরণ । চিরকাল যেখানেই থাকনা তুমি নীরবে নিভৃতে শুধু আমারই হয়ে রবে, তোমার গভীর মমতাময় সব স্মৃতি আছে মিশে আমার সকল অনুভবে । তোমার বলা না বলা কথার মালা আমার কণ্ঠে জড়ায় সকাল সাঁজে, আমার অন্তর আত্মায় মন বীণার ঝংকারে তা গভীর বেদনায় বাজে । http://nirrjon.blogspot.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" কিছু প্রবাদ এবং বিখ্যাত মণীষীদের কথা "