পোস্টগুলি

ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“বিল্ডিং তৈরিতে রড,সিমেন্ট,বালু ও ইটের হিসাব অাপনি যে ভাবে পাবেন”

কারেন্টনিউজ ডটকমডটবিডি: ছোট্ট সুন্দর স্বপ্নের বাড়ি তৈরির রড সিমেন্ট ইট বালির হিসেব জেনে নিন, শেয়ার করে সংগ্রহে রাখুন জেনে নিন মনের মতো ছোট্ট সুন্দর বাড়ি তৈরিতে রড সিমেন্ট আর ইটের যাবতীয় হিসাব নিকাশ ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়। নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট। এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়। ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি। * ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার। * ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ। * গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট

"ব্যক্ত প্রেম"

 "ব্যক্ত প্রেম"           কেন তবে কেড়ে নিলে লাজ-আবরণ? হৃদয়ের দ্বার হেনে                             বাহিরে আনিলে টেনে,             শেষে কি পথের মাঝে করিবে বর্জন?                 আপন অন্তরে আমি ছিলাম আপনি— সংসারের শত কাজে                           ছিলাম সবার মাঝে,                 সকলে যেমন ছিল আমিও তেমনি।                 তুলিতে পূজার ফুল যেতেম যখন   সেই পথ ছায়া-করা,                       সেই বেড়া লতা-ভরা,                   সেই সরসীর তীরে করবীর বন—                   সেই কুহরিত পিক শিরীষের ডালে,     প্রভাতে সখীর মেলা,               কত হাসি কত খেলা—                 কে জানিত কী ছিল এ প্রাণের আড়ালে।                 বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল,   কেহ বা পরিত মালা,               কেহ বা ভরিত ডালা,                 করিত দক্ষিণবায়ু অঞ্চল আকুল।

আবৃত্ত দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম ভিডিও ক্লাস

আবৃত্ত দশমিককে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম ভিডিও ক্লাস দেখতে এই লিংকে ক্লিক করুন

জে এস সি / ৮ম শ্রেনির গনিত সমস্ত বই এর সমাধান

ছবি
জে এস সি / ৮ম শ্রেনির গনিত সমস্ত বই এর সমাধান ভিজিট করতে এখানে ক্লিক করুন

“অাহা, অাজি এ বসন্তে”

ছবি
http://nirrjon.blogspot.com অাহা, অাজি এ বসন্তে আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম-কোমল-- কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আস, কেন মিছে হাস, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক্‌ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুখিনী নারীর নয়নের নীর সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়।

" শুকতারা "

ছবি
    " শুকতারা  "  http://nirrjon.blogspot.com   সুন্দরী তুমি শুকতারা                       সুদূর শৈলশিখরান্তে ,             শর্বরী যবে হবে সারা                       দর্শন দিয়ো দিক্‌ভ্রান্তে ।               ধরা যেথা অম্বরে মেশে                       আমি আধো-জাগ্রত চন্দ্র ,             আঁধারের বক্ষের 'পরে                       আধেক আলোকরেখারন্ধ্র ।               আমার আসন রাখে পেতে                       নিদ্রাগহন মহাশূন্য ,             তন্ত্রী বাজাই স্বপনেতে                       তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ন ।               মন্দ চরণে চলি পারে ,                       যাত্রা হয়েছে মোর সাঙ্গ ।             সুর থেমে আসে বারে বারে ,                       ক্লান্তিতে আমি অবশাঙ্গ ।               সুন্দরী ওগো শুকতারা ,                       রাত্রি না যেতে এসো তূর্ণ ।             স্বপ্নে যে বাণী হল হারা                       জাগরণে করো তারে পূর্ণ ।               নিশীথের তল হতে তুলি                    

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ”

“ এ সরকারের অামলেই সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করন ” জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন,  এ সরকারের আমলেই সব বেসরকারি মাদ্রাসা, স্কুল ও কলেজ শিক্ষকদের জাতীয়করণ করা হবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক স্কুলের শিক্ষকদের জাতীয়করণ করেছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ২০১৪-২০১৯ সালের মধ্যে সব শিক্ষককে জাতীয়করণ করবেন। বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে বলেন, তাদের আমলে শুধু লুটপাট হয়েছে। ইতিহাস বিকৃত করে দেশের মেধা ধ্বংস করেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় সোমবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন। বাউফলের ইউএনও এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, পটুয়াখালী শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন খান প্রমুখ। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" ১৫ আগস্ট ১৯৭৫"

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”