ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

"ব্যক্ত প্রেম"

 "ব্যক্ত প্রেম"  

     কেন তবে কেড়ে নিলে লাজ-আবরণ?
হৃদয়ের দ্বার হেনে               বাহিরে আনিলে টেনে,
       শেষে কি পথের মাঝে করিবে বর্জন?

         আপন অন্তরে আমি ছিলাম আপনি—
সংসারের শত কাজে              ছিলাম সবার মাঝে,
         সকলে যেমন ছিল আমিও তেমনি।
         তুলিতে পূজার ফুল যেতেম যখন
  সেই পথ ছায়া-করা,            সেই বেড়া লতা-ভরা,
          সেই সরসীর তীরে করবীর বন—
          সেই কুহরিত পিক শিরীষের ডালে,
   প্রভাতে সখীর মেলা,        কত হাসি কত খেলা—
         কে জানিত কী ছিল এ প্রাণের আড়ালে।
        বসন্তে উঠিত ফুটে বনে বেলফুল,
  কেহ বা পরিত মালা,        কেহ বা ভরিত ডালা,
         করিত দক্ষিণবায়ু অঞ্চল আকুল।

         বরষায় ঘনঘটা, বিজুলি খেলায়—
  প্রান্তরের প্রান্তদিশে          মেঘে বনে যেত মিশে,
         জুঁইগুলি বিকশিত বিকাল বেলায়।
        বর্ষ আসে বর্ষ যায়, গৃহকাজ করি—
  সুখদুঃখ ভাগ লয়ে               প্রতিদিন যায় বয়ে,
        গোপন স্বপন লয়ে কাটে বিভাবরী।
        লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত!
 আঁধার হৃদয়তলে            মানিকের মতো জ্বলে,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“এক ঝাঁক পাখী অার এক রাস ফুল নয়! ”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

"বেসরকারী শিক্ষকদের বদলি ,স্কুল কমিটি ও সিলেবাস সীমিতকরন প্রসঙ্গে" --