ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

অনুভূতি

 অনুভূতি

১.
অন্ধকারে তুমি
ভীষন দামি,
যদিও আমার
চোখে ছানি !
২.
আঁধারে দেখেও
হয়েছি কবি,
এমনই তোর
রূপের দাবি !

৩.
তুমি বলো,
অন্ধকারে আমি ভীষন পাজি ।
দেখো কি করে ছাই !
আলো জ্বালো
দেখো আমি কতো শান্ত কবি ।
৪.
এক হাত সামনে
তুমি দাড়িয়ে,
তবু আঁধারকে কিছুতে
পারি না যেতে মাড়িয়ে ।
৫.
প্রতিটা রাত যদি
এই ভাবে আসতো
জানালা খুললেই
আলো এসে নাচতো !
৬.
জানালা খোলা দেখে
ঘর থেকে বেড়িয়েছি
আমি কি জানি ছাতা
আলো ছাড়া হবো পাপি !
৭.
আঁধারেতে সিত কেঁটে
চোরেরাতো আসবে,
এই রূপ এই ঘরে
কি করে লুকবে ?
৮.
অন্ধকারটা ভীষন দামী
লজ্জা ভুলে কামে নামি ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”