ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

প্রশ্ন করনা

প্রশ্ন করোনা

কেন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি
কেন তোমার ঠোঁটের প্রতিটি শব্দ, ঠোঁট
কেন ছুয়ে যায় আমার অনুভব!

প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন তোমার কোলে মাথা রাখি
কেন চাদনি রাতে জোৎস্না কে ভুল করি
কেন ভাবি আমিই হব তোমার অনাগত সন্তান
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন নির্জন একলা তোমার পাশে আমি থাকি
কেন গভীর রাতে এই আমাকেই খুজে পাও
কেন চোখ অথবা ঠোঁটের কোনে, দু:খে সুখে
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন বাউল মন, একলা চলে চোরাবালির পথে
কেন বেদুইন মন বলে না তোমায় ঘরে এস
কেন স্বনির্বাসনে, চোখের বাইরে থাকি তোমার
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন নতজানু ভালবাসা হয়না তোমাতে
কেন মহা বিপ্লব দেখি আমার আমিতে আমি
কেন মিথ্যা বলি, প্রয়োজন নেই আমার
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন এই রাজকন্যার মধুর মাদকতায় নেশাগ্রস্ত
কেন যৌক্তিক ডুবে যায় অযৌক্তিকতায়
কেন খুন হয়েও ফেরারী হই, আড়াল করি
প্রশ্ন করোনা।
প্রশ্ন করোনা
কেন আমি এতটা অবুঝ, অসম্ভব প্রেমিক
কেন তোমাকে বলি না বিলীন হও আজীবন
কেন তোমার হাতের আলপনায় গভীর কাল দাগ
প্রশ্ন করোনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

" আমার সকল দুখের প্রদীপ"