ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ছোঁয়া”

আমার রাত কাটে চরম উদাসীনতায়
জীবিকার প্রয়োজনে কাটে দিন।
ভালোবাসার বিধান আসে,
প্রিয়ার উপদেশ আর অনুশাসন
তুমি উদাসীন কেন এত ?
রাখো নিজের উপর বিশ্বাস।
কিন্তু আর কত---?

বিশ্বাসের চোরাবালিতে শুকিয়ে
সাগরের জল, পায়ে ফোসকা পরে,
স্যান্ডেলের তলা ক্ষয়ে যায়।
তবুও প্রিয়তমার আশ্বাস,
ভালো লাগেনা।
ভালোবাসার নগ্ন ইতিহাস সৃষ্টি হয়
যতক্ষণ দেহ নিয়ে থাকি। অতঃপর--
মনটা ফাঁকিতে লুকায়।
নির্বাণ লাভের প্রত্যাশা জাগে
বোধি বৃক্ষের তলায়।
অনির্বাণের ছোঁয়া লাগে,
জোড়া টুনটুনির ব্যাকুল নৃত্য
ধ্যান ভেঙ্গে দেয়, আবার ফিরে আসি,
বারে--- বারে---- বারংবার
ভালোবাসার নরবলি হয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”