ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“কি দেবের অাছে তোমার” কষ্ট

দুঃখ দেবে? দাও দুঃখ


দুঃখ দেবে? দাও দুঃখ।
কষ্ট দেবে? দাও কষ্ট।
কত দেবে দুঃখ, কষ্ট দেবে কত? দেবার মত আছে কত তোমার?

দাও না যত আছে তোমার ঝোলাঝুলিতে, সব নেবো শুষে।

কষ্ট দাও, দাও কষ্ট।
চোখের কষ্ট, ঠোঁটের কষ্ট, গ্রীবার কষ্ট,
তোমার নাকফুলটার হীরক কষ্ট। তোমার ভোলা-ভালা মনের কষ্ট।

দাও তোমার কথার কষ্ট, গুনগুনানি গানের কষ্ট।
জলের কষ্ট, জলশুন্য নদীর কষ্ট,
রাত জাগা পাখির কষ্ট, কাক ডাকা ভোরের কষ্ট,
জোনাক জ্বলা রাতের কষ্ট।

কষ্ট তুমি দেবে কত? দেবার মতো আছে কত?
কষ্ট দিয়ে তিষ্ঠ তুমি,
কষ্ট পেয়ে তিষ্ঠ আমি। কষ্টের নেশায় মত্ত আমি।

দুঃখ তুমি দেবে তাই বাড়িয়ে রাখি এ দু’টি হাত,
দাওনা দুঃখ, আরও কষ্ট। তোমার কষ্ট পেয়ে বেঁচে যাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”