ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“অনর্থ”

কেনো তবু দূরে থাকো?
নিজেরে লুকিয়ে রাখো,
অনর্থ অজুহাতে
সলাজ বদনে যাও চলে?
ঠোট চেপে বাঁধো কথা,
বাঁধা যায় আঁখিপাতা?
মনের অতল প্রেম
ঢেকে রাখা যায় কোনো ছলে?
***
হাজার চাতুরী করে,
ফুল কি থামাতে পারে
ঘ্রাণের জোয়ার তার?
ভ্রমর তা ঠিক নেয় খোঁজে।
প্রেয়সী রূপের শিখা
পুড়িছে কল্পপাখা,
কলমের নিব তাই
প্রাণ বলে প্রেমগান বুঝে।
***
ঠিক ভুল বুঝিনাকো,
বুঝি যদি পাশে থাকো
চোখ বুঝে সয়ে যাবো
ত্রিভুবন জ্বলে হোক ছাই।
আর কতো বৃথা চেয়ে
দেবে ক্ষণ অপচয়ে?
পরীক্ষা নিলে নাও
প্রেমে মোর কোন খাঁদ নাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”