ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“চিরন্তন বানী”

বাণী চিরন্তন


  1. এই পৃথিবীর প্রসিদ্ধ ঘটনাগুলোর ইতিহাস অপরাধের ইতিহাস হতে শুধুমাত্র বেশ একটু উপরে রয়েছে এই যা। -ভলটেয়ার
  2. সব ইতিহাসই একটি মিথ্যা। -স্যার রবার্ট ওয়ালপোল
  3. জীবনচরিতই একমাত্র সত্যিকারের ইতিহাস। -কারলাইল
  4. পৃথিবীর ইতিহাস হলো মানুষের দৈনন্দিন খাদ্য অন্বেষণের (রুটি ও মাখনের) তালিকা বিশেষ। -এইচ ডাব্লিউ ভ্যান লুন
  5. সবকিছুর মূল উৎস আসে আকাক্সক্ষা থেকে আর প্রত্যেকটি আন্তরিক প্রার্থনাই খোদা মঞ্জুর করে থাকেন। -ডেল কার্নেগি
  6. মানুষের ইচ্ছা আকাক্সক্ষার অর্ধেকও যদি পূর্ণ হতো তাহলে তাদের দুঃখ-কষ্ট দ্বিগুণ হতো। -ফ্রাঙ্কলিন
  7. রাজা ইচ্ছা করলে অতিরিক্ত পান করতে পারেনকিন্তু তার মনে রাখা উচিত অতিরিক্ত পানের ফলে তার মৃত্যু ঘটতে পারে। -চার্লস ম্যাককে
  8. শুধু ইচ্ছা করলে কী হবেদৃঢ়ভাবে ইচ্ছা করো এবং বিশ্বাস করো তুমি কৃতকার্য হবে সাধনা আপনা হতেই চলে আসবে। দুঃখে ভীত হবে না,অভাবে দমে যাবে না অসীম বলেনিরবচ্ছিন্ন সাধনায় নিজের পথ নিজে পরিষ্কার করে দিতে পারবেই। -ডা. লুৎফর রহমান
  9. জীবনে দুটি দুঃখ আছে। একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকাঅন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। -জর্জ বার্নার্ডশ শ
  10. কোনো পাখি যতোদূর ইচ্ছা উড়ে যেতে পারে নাযদিও সে নিজের পাখার ওপর ভর করেই উড়ে থাকে। -উইলিয়াম ব্ল্যাক
  11. তুমি যা ইচ্ছা করো তাই যেমন তুমি করতে পারো নাতুমি তাই ইচ্ছা করবে যা তুমি করতে পারবে। -টেরেন্স
  12. পৃথিবী নিজেই তো পৃথিবীর প্রতি ইউরোপের দানকারণ পৃথিবী ইউরোপের আবিষ্কার। কেইবা জেনেছিল আমেরিকাঅস্ট্রেলিয়া,আফ্রিকার অস্তিত্বপৃথিবীর আকার-আকৃতিগতির অবস্থান,ইউরোপই আমাদের জানালো। -অন্নদাশঙ্কর রায়
  13. আমরা বাল্যকাল থেকেই কেবল নিজের ইচ্ছা চরিতার্থ করার দিকেই মন দিয়েছি তার ফল বড় আইডিয়া আদর্শের চেয়েমনুষ্যত্বের চেয়ে এমনকি প্রেম মঙ্গলের চেয়ে আমাদের ক্ষুদ্রতম ইচ্ছাগুলোকে বড় করে দেখি নিজের ইচ্ছাকে এরূপ জয়ী হতে দেখা এটা বস্তুত নিজেকেই পরাস্ত করানিজের উচ্চতম মনুষ্যত্বকে নিজের দীনতার কাছেই বলি দেয়াযথার্থ সুখ নেই কেবল গর্ব মাত্র আছে। -রবীন্দ্রনাথ ঠাকুর
    http://nirrjon.blogspot.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”