ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

তুমি অাসবে তো.

তুমি কি জানো কতটা বছর, কতটা দিন, কতটা মুহুর্ত আমি তোমাকে খুঁজেছি। তোমাকে খুঁজে খুঁজে কাটিয়েছি অসংখ্য উদাস সকাল, বিষন্ন বিকেল আর নির্ঘুম রাত।
কিন্তু জানো এসবের জন্য এখন আমার আর বিন্দুমাত্রও আক্ষেপ নেই। কারণ, এতসব কালক্ষেপন যে বৃথা যায়নি। আমি জানতাম একদিন নিশ্চয়ই তোমাকে খুঁজে পাবো। 
আচ্ছা, তুমি কি পারতেনা আরো কিছুদিন আগে আসতে? কি এমন হতো বলতো..!! আমার প্রতি তোমার কি কোনো অভিমান ছিল? নাকি এমনিতেই আসা হয়ে ওঠেনি?
হয়তো তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে- আসবে কি আসবেনা।।
তবে যাই হোক, আমি কিন্তু নিশ্চিত ছিলাম। আমার পুরো বিশ্বাস ছিল, না এসে তুমি থাকতেই পারবেনা। আসতে তো তোমাকে হবেই। কারণ, তুমি যতদিন আমার দৃষ্টির অগোচরে থাকতে, আমি ততোদিন তোমায় খুঁজে-ই যেতাম। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "