ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“স্বপ্ন”

দুঃখ পেয়েছি বলেই- ভেবোনা আমি দু:খী,
নদী তার পাড় ভাঙ্গে অন্যের ভাঙ্গে বুক,
মোহনায় মিলনের নেশায় নিজেকে ভেঙ্গেও পায় সুখ।
তুমি আমার বুক ভেঙ্গেছ বলেই ভেবোনা আমি হ্রদয়হীন।
যেখানে থাক ভাল থেকো -চাইবো আমি চিরদিন।
তোমার চোখে চোখ রেখেছি বলেই ভেবোনা আমি
বিভোর। তোমার কোলে মাথা রেখেছি বলেই ভেবোনা আমি
পাপিষ্ঠ।নারীর সন্মান আমার কাছে আজও বলিষ্ঠ।
তোমায় ভালবেসেছি বলেই ভেবোনা কাছে চেয়েছি,
তোমার বিদায়ে কাদিনি বলেই ভেবোনা দুরে ঠেলেছ্।
তুমি আছ আমি আছি আছে ভালবাসা,
তোমার যা অতীত আমার তা বর্তমান
আর ভালবাসা!দুজনের হতাশা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

“ প্রেম-ভালোবাসা নিয়ে বিভিন্ন দার্শনিক কে কি বলেছেন চলুন দেখে নেয়”

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”