ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ নীল কষ্ট”

“ নীল কষ্ট”

তোমার ঐ লোমশ বুকে যদি এক টুকরো নীল কষ্ট থাকে,
তবে সেটাকে খুব যত্ন করে রেখে দিও।
এক টুকরো নীল কষ্টই তো তাতে কি খুব ক্ষতি হবে?
কতটা আর জায়গা নিয়ে থাকবে বলো! ঐ টুকু নীল কষ্ট

তোমার ঐ লোমে বড়া বুক যেন এক অরন্য।
সেই অরন্যে কত কিছুইতো বয়ে যায়,
সমুদ্রের ঢেউ এর মত ঢেউ ওঠে।
আবার কখনো স্নিগ্ধ শান্ত দখিণা হাওয়ার মত ভাবনারা বয়ে যায়,
অরন্যের এক কোনায় না হয় রইল পরে নীল কষ্টটা।
তার ওপর দিয়ে বয়ে যাবে শান্ত নদীর জল,
জলের সাথে দেখো ঠিক একদিন ধূয়ে যাবে নীলকষ্টটা।
আর তুমিতো প্রেম
শান্ত শীতল হাওয়ার মত বয়ে যাও।
বয়ে নিয়ে যেতে পারো হাজারো মানুষের দুঃখ,
মুছে দিতে পারো তাদের চোখের জল
অবেলায় ঝরে যাওয়া পাতার মত দুঃখ করো না।
বিরহের যন্ত্রনায় অন্ধকারকে আপন করো না;
শুধু তোমার লোমশ বুকের কোনে থাকা ঐ নীলকষ্টটাকে মাঝে মাঝে
অনুভবে এনো, কারন ঐ কষ্টটুকুতে যে আমার বাস।
হারিয়ে গিয়েও বেঁচে থাকতে চাই তোমার ঐ লোমশ বুকে।
একটুকরো নীল কষ্ট হয়ে
যদি বেঁচে থাকি তোমার ঐ লোমে ভড়া বুকে, তবে কী তোমার খুব ক্ষতি হবে ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“ জেনে নিন শেখ হাসিনার জীবন বৃত্তান্ত”

"অর কত;দিন"