ছবি
  মনের হদিস কেই বা জানে   মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে সে হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে না-না কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে, খাঁচার পাখি আকাশ খোঁজে- বোঝে না সে বোকা আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। খাঁচার পাখি আকাশ খোঁজে বোঝে না সে বোকা- আকাশ ধরতে গোটা জীবন খাবে সময় পোকা। তবু পাখির মন তো আকাশ 'পরে তবু পাখির মন তো আকাশ 'পরে কেন যে মন এমন করে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। মনের হদিস কেই বা জানে কী যে থাকে মনের ঘরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে খুঁজতে গিয়ে ভালোবাসা ঘুরি পথে পথে হাজার নিন্দা চাদর করে চড়ি ফুল'র রথে জানি ভালোবাসা আছে ঘরে জানি ভালোবাসা আছে ঘরে তবু কী মন খুঁজেই মরে কেউ জানে না, কেউ জানে না সেও জানে না যে ধারণ করে, ধারণ করে মনের হদিস কেই বা জানে কী

“ কি অদ্ভুত অনুভূতি”

“ কি অদ্ভুত অনুভূতি”

কি অদ্ভুত তুমি!
ব্যাথা দিয়ে বলো, ব্যাথা পেয়েছো ?
কাঁদিয়ে বলো, কাঁদচ্ছো কেন ?
হাঁসিয়ে বলো, হাঁসচ্ছো কেন ?
আমি কিছুই বলি না,
আমি তোমার চোঁখে চোঁখ রেখে- বলি,
ও কিছু না।
কি উন্মাদ তুমি !

কাছে টেনে বলো, কাছে এসো না,
প্রশ্ন করে বলো, কথা বলবে না,
হাসতে হাসতে বলো, কি বিশ্রী তুমি,
পাশে বসে বলো, দূরে যাও না,
হাত ছুঁয়ে বলো, এসব কি ?
আমি কিছুই বলি না,
শুধু তোমার চোখে চোখ রেখে,
বলি- ও কিছু না। কি উন্মাদ তুমি !
হাতে ঘড়ি নিয়ে বলো, কয়টা বাজে,
ফুঁলে নাক শুঁকে বলো, ফুঁল ভালো না,
কাঁধে কাঁধ রেখে বলো, তুমি ভালো না,
ঘুম ঘুম চোখে বলো, ঘুম আসে না।
নির্বাক আমি, কিছুই বলি না,
শুধু শুধু তোমার চোখে চোখ রেখে,
ফিসফিস করে শিশিরের শব্দের মতো-
বলি- ভালোবাসি !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

" বিরহের বাণী "

“কেমন করে দেকবো তোমায়-তুমি কোথায়?”

“শুধু তোমার-- ডাগর চোখের জন্য”

" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত "